ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

দূর্গম চরাঞ্চলে প্রতিবন্ধীদের জন্য চিকিৎসা কেন্দ্র চালু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ৩০ আগস্ট ২০২৩

সুবর্ণজন সেবা কেন্দ্রের উদ্বোধন

সুবর্ণজন সেবা কেন্দ্রের উদ্বোধন

প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নত ও প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে ‘সুবর্ণজন সেবা কেন্দ্র’ নামে ফিজিওথেরাপি সেন্টার ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী নৌকা ‘সুবর্ণজনবান্ধব নৌকা’-এর উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (৩০ আগষ্ট) সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ এর উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার পূর্বপাড়ায় (বালাসী রোডে) ও কুড়িগ্রামের চিলমারীতে এসব সেবাকেন্দ্রের কাজ শুরু করা হয়। এতে সহযোগিতা করে রোটারি ফাউন্ডেশন। 

বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে ২০২০ সালে বিশেষ প্রকল্পের কাজ শুরু করে। শুরু থেকেই চরে গিয়ে স্নাতক ডিগ্রিধারী ফিজিওথেরাপিস্ট দ্বারা সেবাগ্রহীতার বাড়ি গিয়ে সেবা প্রদান করে আসছে সংস্থাটি, যা এই অঞ্চলে প্রথম। এরই ধারাবাহিকতায় প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব নৌকাও এই অঞ্চলে প্রথম যা চরাঞ্চলের সেবা গ্রহিতাদের সেবা গ্রহণে অগ্রণী ভূমিকা পালন করবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জেপিএফ এর কর্মকর্তা আকতার হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসির উদ্দিন শাহ। একইসঙ্গে রোটারির পক্ষ থেকে রোটারি ক্লাব রমনা এর প্রেসিডেন্ট খাইর উদ্দিন খান এবং আশেক উল ইসলাম। ফ্রেন্ডশিপ ইনক্লসিভ সিটিজেনশিপ সেক্টর এর সিনিয়র ডাইরেক্টর আয়াশা তাসিন খান, ডেপুটি পরিচালক আহমেদ তৌফিকুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার আবু মোহাম্মদ শিহাবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

সুর্বণজন সেবা কেন্দ্রটিতে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট দ্বারা ফিজিও থেরাপির পাশাপাশি নিয়মিত চেকআপ ও দৈনন্দিন জীবন যাপনে করণীয় বিষয়ে থেরাপিউটিক সেবা দেওয়া হবে। ফ্রেন্ডশিপের অন্যান্য সেবা কার্যক্রমের মত নামমাত্র মূল্যে এই সেবা প্রদান করা হবে।  

সুবর্ণ জনবান্ধব নৌকা’র বিশেষত্ব হল প্রতিবন্ধি ব্যক্তিরা সহজেই এতে চড়তে পারবেন

অন্যদিকে ‘সুবর্ণ জনবান্ধব নৌকা’র বিশেষত্ব হল প্রতিবন্ধি ব্যক্তিরা সহজেই এতে চড়তে পারবেন এবং সেবা কেন্দ্রে আসতে পারেন। এই নৌকাটিতে হুইল চেয়ার, স্ট্রেচারসহ অন্যান্য নিরাপত্তার অন্যান্য উপকরণ যেমন জীবন রক্ষাকারী বয়া ও জ্যাকেট রয়েছে। এই নৌকাটি প্রত্যন্ত চরাঞ্চলের সেবা গ্রহিতাদের সেবা কেন্দ্রে এসে সেবা গ্রহণে উৎসাহ প্রদান করবে।  

উল্লেখ্য যে, এই সুর্বণজন সেবা কেন্দ্রের সকল প্রয়োজনীয় উপকরণ রোটারি ফাউন্ডেশন থেকে প্রদান করা হয়েছে। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি