ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দেপোর্তিভোকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ১০:১০, ২৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ২৮ মার্চ ২০১৭

স্প্যানিশ লা লিগায় দেপোর্তিভোকে ১-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই পতিপক্ষের বিপক্ষে নিজেদের আদিপত্ত বিস্তার করে খেলতে থাকে অ্যাটলেটিকো।  প্রথমার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য বেদে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত প্রথমার্ধের খেলায় গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় অ্যাটলেটিকো। ৭০ মিনিটে জয়ের একমাত্র গোলটি করেন ফ্রান্স ফরোয়ার্ড আন্তনিও গ্রিজমান। এই জয়ে ১২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের অবস্থান তৃতীয়। আর দেপোর্তিভো রয়েছে ১৪ নম্বরে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি