ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেবের নতুন মিশন ‘কবীর’ (মোশন পোস্টার)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২২, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দেবের নতুন সিনেমা কবীর নিয়ে উন্মাদনা শুরু হয়েছে। এরই মধ্যে মুক্তি পেয়েছে এই সিনেমার মোশন পোস্টার। মঙ্গলবার মোশন পোস্টার প্রকাশ হওয়ার পর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগেই কবীর সিনেমাটির সিংহভাগ শ্যুটিং হয়েছে মুম্বাই থেকে কলকাতাগামী একটি ট্রেনে। পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় টানা ৫৪ ঘন্টা ট্রেনের মধ্যে শ্যুট করেছেন। কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পথে ট্রেনেই চলেছিল টানা ওয়ার্কশপ। টানা ৫৪ ঘন্টা শ্যুটিংয়ের পর অবশেষে ৯ জানুয়ারি, মঙ্গলবার বিকেলে শেষ হয় শ্যুটিংয়ের কাজ।

শ্যুটিং শেষ হতেই পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় নিজের ট্যুইটার অ্যাকাউন্টে কবীরের কাজ যে সম্পূর্ণ হয়েছে তা নিশ্চিত করেন। শুধু পরিচালকই নন, দেব এবং রুক্মিণীও ট্যুইট করেন এটি নিয়ে।

ইতিমধ্যে দেব অভিনিত আমাজন অভিযান বক্স-অফিসে রেকর্ড তৈরি করেছে। এখন প্রযোজক দেব ব্যস্ত রয়েছেন কবীরের প্রোমোশন নিয়ে। খুব শীঘ্রই মুক্তি পাবে নতুন এই সিনেমাটির ট্রেলার।

দেবের প্রযোজনায় চ্যাম্প, ককপিট, আমাজন অভিযানের মতো নতুন বছরে কবীর বক্স-অফিসে কতটা সাফল্য পায় এখন সেটাই দেখার বিষয়।

কবীর মুক্তি পাবে চলতি বছরের এপ্রিলে। এমনটাই আশা করছেন প্রযোজক ও নির্মাতা।

মোশন পোস্টার দেখতে ক্লিক করুন :

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি