ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দেশকে পাকিস্তান বানাতে চার নেতাকে হত্যা : স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৫, ২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৫, ২ নভেম্বর ২০১৮

দেশকে পাকিস্তান বানাতে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিলো বলে মন্তব্য করছেন ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আজ প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরাম আয়োজিত ‘রাজনীতিতে খুন, খুনিদের রাজনীতি শীর্ষক সেমিনারে প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি এমন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন,পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা এবং জাতীয় চার নেতা হত্যার সাথে যারা জড়িত তাদেরকে দেশের ফিরিয়ে  এসে বিচারের ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপি হওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন। তবে কারচুপি হলে, জনগণের আন্দোলনের মুখে সেই নির্বাচনের ফল বাতিল হবে বলেও তিনি জানান। তিনি বলেন, এখন মিডিয়ার যুগ আগামী নির্বাচনে কারচুপি হলে সঙ্গে সঙ্গে দেশের মানুষ ভোট বাতিলের আন্দোলন করবে। এটা তাদের অধিকার।

মোহাম্মদ নাসিম বলেন, ‘এই কারচুপি করার অধিকার কারো নেই। সুযোগও কারো নাই। তো ভয় পান কেন? নির্বাচন হবে। নির্বাচনে ভোট কারা দেবে, কীভাবে দেবে সবাই দেখবে। তবে যদি কোনো অভিযোগ হয়, কারচুপি হয়, এ দেশের মানুষ রুখে দাঁড়াবে। গর্জে উঠবে, কারচুপির বিরুদ্ধে। দুনিয়ার অনেক দেশে ইলেকশন হয়েছে। কারচুপির বিরুদ্ধে লড়াই করে আবার সেই রেজাল্ট বাতিল হয়ে গেছে। তাহলে অসুবিধা কী, ভয় কী? ইলেকশন হবে, ফেয়ার হবে, সুষ্ঠুভাবে হবে। প্রধানমন্ত্রী নিজে বলেছেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গত নির্বাচনে না এসে বিএনপি যে মহাভুল করেছে, এবার তা করবে  না। এ ছাড়া গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সংলাপের বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যা করার প্রধানমন্ত্রী সংবিধানের মধ্যেই করবেন।’

সংগঠনের সভাপতি প্রফেসর ড. মীজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, পরিকল্পনা কমিশনের সচিব প্রফেসর ড. শামসুল আলম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম এ মান্নান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

 

 টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি