ঢাকা, রবিবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৫

দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে  আবহাওয়া অধিদপ্তর। ফলে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রী সে. হ্রাস পেতে পারে। তবে, ৫ দিনের আবহাওয়ার বার্তায় তাপমাত্রা বৃদ্ধিরও পূর্বাভাস রয়েছে।  

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) আবহাওয়াবিদ আফরোজা সুলতানা সই করা আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত ৭২ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। 

এঅবস্থায় প্রথম দিন রোববার সকাল ৯ টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। 
তাপমাত্রা। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রী সে. হ্রাস পেতে পারে। 

সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর বিভাগের দু'এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে। পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

মঙ্গলবার সকাল ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

আর বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে এই সময় রাত এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এদিকে, কয়েকদিন থেকে সারাদেশে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে দিনে বেড়েছে গরম। এরমধ্যে বৃষ্টিও হয়েছে। শনিবারও (২২ ফেব্রুয়ারি) ঢাকা, রাজশাহী ও খুলনাসহ বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। 

আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনবিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার এবং জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেশের আট বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে দিনের বিভিন্ন সময়ে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি