ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেশি উদ্যোক্তারদের সঙ্গে কাজ করবে মার্কেট এক্সেস সেন্টার

প্রকাশিত : ১৭:৩৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৭:৫১, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের (স্টার্টআপ) সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্রের মেন্টরিং প্রতিষ্ঠান মার্কেট এক্সেস সেন্টার (ইউএসএমএসি)।

বাংলাদেশের স্টার্টআপদের সহযোগিতা করতে বাংলাদেশ হাই টেক পার্ক কর্তৃপক্ষ ও যুক্তরাষ্ট্রর মার্কেট এক্সেস সেন্টারের মধ্যে সমঝোতা স্বাক্ষর হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সানফ্রানসিসকোতে এই সমঝোতা স্বাক্ষর হয়। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম ও মার্কেট এক্সেস সেন্টার এর ঊর্ধ্বতন কর্মকর্তা এসময় উপস্থিত ছিলেন।।

ঢাকায় আইসিটি বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়েছে।

উল্লেখ্য, মার্কেট এক্সেস সেন্টার বিশ্বব্যাপী স্টার্ট-আপদের মেন্টরিং করে। এ ছাড়া তারা স্টার্টআপগুলোকে আন্তর্জাতিক পরিমন্ডলে ফান্ড বা তহবিল পেতেও সাহায্য করে। প্রতিষ্ঠানটি অনলাইনে কিংবা সরাসরি এসব সাহায্য করে থাকে।

বাংলাদেশের স্টার্ট-আপদের সঙ্গে মার্কেট এক্সেস সেন্টার সুদূরপ্রসারী সম্পর্ক সৃষ্টি করা এ সমঝোতার অন্যতম লক্ষ্য বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এছাড়া প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ক্যালিফোর্নিয়াতে অবস্থিত গুগলস-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি