ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

দেশী গবাদি পশু কেনাবেচায়ও করিডোর শুল্ক দিতে হচ্ছে

প্রকাশিত : ১২:০৬, ৩ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:০৬, ৩ সেপ্টেম্বর ২০১৬

রাজশাহীতে আমদানি করা ভারতীয় গরুর পাশাপাশি দেশী গবাদি পশু কেনাবেচায়ও করিডোর শুল্ক দিতে হচ্ছে। এতে ক্ষুব্ধ খামারি ও ব্যবসায়ীরা। কাস্টমস কর্মকর্তারা বলছেন, শুল্ক ফাঁকি বন্ধ করতে সীমান্তবর্তী এলাকাগুলোতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে, বিজিবির দাবি, দেশীয় গরুর ক্ষেত্রে কোন শুল্ক নেয়া হচ্ছে না। রাজশাহী অঞ্চলে ভারত থেকে গরু-মহিষ আমদানির সবচেয়ে বড় করিডোর সুলতানগঞ্জ। খামারি ও ব্যবসায়ীদের অভিযোগ, দেশি গবাদি পশুর জন্যেও শুল্ক দিতে হচ্ছে। নিতে হচ্ছে ছাড়পত্র। ছাড়পত্রবিহীন যেসব গবাদি পশু হাটে আনা হচ্ছে তার শুল্ক আদায় করা হচ্ছে বাজারেই। করিডোরের ছাড়পত্রের জন্যে ৫শ’ টাকা নির্ধারিত থাকলেও হাটে নেয়া হচ্ছে অতিরিক্ত আরো ৫০ টাকা। শুল্ক ফাঁকি বন্ধ করতে সীমান্ত এলাকার সব গবাদি পশুর ছাড়পত্র বাধ্যতামূলক। এমন দাবি কাস্টমস কর্তৃপক্ষের। তবে বিজিবি বলছে, দেশি গরু-মহিষ করিডোরে আনা হয় না। দেশীয় গবাদি পশুর ক্ষেত্রে করিডোর ছাড়পত্রের নিয়ম বন্ধের দাবি জানিয়েছেন সীমান্ত এলাকার খামারী ও ব্যবসায়ীরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি