দেশের উন্নয়নে বেসরকারির খাতের অবদান ৮২ শতাংশ: অর্থমন্ত্রী
প্রকাশিত : ১২:১৬, ৭ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১২:১৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯
দেশের উন্নয়নে এ খাতের অবদান ৮০ থেকে ৮২ শতাংশ বলে জানিয়েছেন, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একইসঙ্গে দেশকে সামনে এগিয়ে নিতে বেসরকারি খাতের বিকল্প নেই বলেও জানান তিনি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে বিভিন্ন বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তিনি একথা জানান।
অর্থমন্ত্রী বলেন, বেসরকারি খাতের কিছু চ্যালেঞ্জ আছে সেগুলো আমরা শক্ত হাতে মোকাবেলা করতে চাই। আমরা সবাই সরকারের অংশ। সবার সহযোগিতায় দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই গুরুত্বপূর্ণ খাত ধরেই সামনে এগিয়ে যেতে চাই।
অর্থমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বেসরকারি খাতের দায়িত্ব সালমান এফ রহমানের (প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা) হাতে দিয়েছেন। আশা করি ব্যবসায়ীরাও তাকে সহযোগিতা করবেন। ‘দেশের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে নিতে হবে। তাই এ বিষয়ে আপনাদের সবার মতামতই আমি শুনবো।
অর্থমন্ত্রী বলেন, আমরা সবাই সরকারের অংশ। সবার লক্ষ্য দেশের জন্য কাজ করা।দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তা ধারা নিয়ে কাজ করবো।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, বেসরকারি খাতের উপরে নির্ভর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ বিভিন্ন বাণিজ্য ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
টিআর/
আরও পড়ুন