ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

পুঁজিবাজারের সব খবর

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে দরপতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ২৬ জুন ২০১৮

সূচক ও লেনদেন কমেছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯৬টির, আর ৩৯টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২ পয়েন্ট কমে নেমে আসে ৫ হাজার ৪১১ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৬৩৯ কোটি ৪২ লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও।

সিএসইতে লেনদেন হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৬৫টির, আর ২১টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ৭৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

আইপিও অনুমোদন
কাট্টলী টেক্সটাইল লিমিটেডের আইপিও প্রস্তাব অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। কোম্পানিটি আইপিও’র মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ৩ কোটি ৪০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে মোট ৩৪ কোটি টাকা উত্তোলন করবে।

বার্ষিক সাধারণ সভা বা এজিএম
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পাইওনিয়র ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে ২৭ জুন।

শেয়ার বিক্রির ঘোষণা
সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা ১৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন।

শেয়ারের দরবৃদ্ধি নিয়ে প্রশ্ন
শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্যসংবেদনশীল কোনো তথ্য নেই বলে জানিয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসার প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়।

ভিএফএস থ্রেড ডাইং
ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের আইপিও আবেদন চলছে। কোম্পানিটি আইপিও’র মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ২২ কোটি টাকা উত্তোলন করবে। আগামী ২ জুলাই পর্যšত বিনিয়োগকারীরা আইপিও’র আবেদন জমা দিতে পারবেন।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি