ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে

প্রকাশিত : ১৭:১০, ২৩ মার্চ ২০১৬ | আপডেট: ১৭:১০, ২৩ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশের উভয় স্টক এক্সচেঞ্জে সূচক কমেছে। একইসঙ্গে দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তবে বেড়েছে লেনদেনের পরিমান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩১৭টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৬টি, কমেছে ১৯১টির, আর ৪০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৪১৪ কোটি ১৫ লাখ টাকা। আর ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স ২৯ পয়েন্ট কমে নেমে আসে ৪ হাজার ৩৮১ পয়েন্টে। অন্যদিকে, সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৫২টির, আর ২৪টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। দিন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছে ৯৪ পয়েন্ট। আর মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি