ঢাকা, সোমবার   ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দেশের পথে ফুটবলার হামজা চৌধুরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১৭ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এই মুহূর্তে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত নাম হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ লিগে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিছুদিন আগেই বাংলাদেশের জার্সিতে খেলা নিশ্চিত করেছেন। লাল-সবুজের জার্সিতে খেলতে দেশে আসছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ ফুটবলার।

সোমবার (১৭ মার্চ) সকালে লন্ডন থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটে পৌঁছানোর কথা রয়েছে এই লেস্টার সিটি তারকার।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমানে বসা হামজার একটি ছবি শেয়ার করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবিটির ক্যাপশনে লেখা, ‘বেঙ্গল টাইগার ঘরে ফিরছেন। আরও জানতে আমাদের সঙ্গেই থাকুন।’

ইংলিশ লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল হামজা দেওয়ান চৌধুরী ১১ বছর আগে বহুবার বাংলাদেশে এসেছিলেন। তখন তাকে কেউ চিনত না। তাকে নিয়ে আগ্রহও ছিল না। ২০১৪ সালে ইংলিশ লিগের লেষ্টার সিটির একাডেমিতে সুযোগ পাওয়া হামজা চৌধুরী যখন ২০১৭-১৮ মৌসুমে সিনিয়র দলে খেলার সুযোগ পেলেন, সেই থেকে ইউরোপীয়ান ফুটবলে নাম ছড়াতে শুরু করে। বাংলাদেশের যেসব দর্শক রাত জেগে ইংলিশ লিগের খেলা দেখেন তাদের চোখে হামজা পরিচিত ফুটবলার, হামজার জার্সির পিঠে লেখা থাকত চৌধুরী। 

বাংলা নামটি খুঁজতে খুঁজতে সবাই জেনে গিয়েছিলেন চৌধুরী নামের এ ফুটবলারের শিকড় বাংলাদেশে। তার মা বাংলাদেশের সিলেটের, কিন্তু বাবা ছিলেন ওয়েস্ট ইন্ডিজের। তাদের মধ্যে বিচ্ছেদের পর স্টেপ ফাদার সিলেটের দেওয়ান মোরশেদ চৌধুরী-ই এখন হামজার বাবা। 

ইউরোপীয়ান ফুটবলে খেলা হামজা বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন গত বছর। এবার তিনি বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে খেলবেন। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলে বাছাইয়ে বাংলাদেশের গ্রুপের খেলা। গ্রুপের প্রথম ম্যাচটি হবে ভারতের বিপক্ষে, শিলংয়ে। এই গ্রুপে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর, হয়কং রয়েছে। প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে, সেই ম্যাচ খেলতে বাংলাদেশে আসছেন হামজা। 

গতকাল শেফিল্ড ইউনাইটেডের ম্যাচ খেলে ম্যানচেষ্টার থেকে রওনা হয়ে আজ সকালে সিলেট বিমানবন্দরে নামবেন তিনি। সঙ্গে আসছেন তার মা রাফিয়া চৌধুরী এবং হামজার ব্রিটিশ স্ত্রী অলিভিয়া চৌধুরী এবং তার এক কন্যা দুই পুত্র। কন্যা দেওয়ান এনায়া হুসাইন চৌধুরী, দেওয়ান ঈসা হুসাইন চৌধুরী এবং দেওয়ান ইউনূস হুসাইন চৌধুরী। 

জানা গেছে, সিলেট বিমানবন্দর থেকে ছাদ খোলা গাড়িতে করে স্নানঘাট গ্রামে যাবেন হামজা। একদিন সেখানে থাকবেন। পর দিন রাতে ঢাকায় আসবেন। ১৯ মার্চ ইন্টারনকন্টিনেন্টালে তাকে নিয়ে ফটোশুট, সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে। একই দিনে সন্ধ্যায় তিনি অনুশীলনে নামবেন। তার পরিবারসহ ঢাকা থেকে ভারতে যাবেন খেলতে।  

হামজা আসবেন বলে বাংলাদেশের নতুন জার্সির ডিজাইন করা হয়েছে। সমর্থকদের জন্য করা সব জার্সি বিক্রি হয়েছে কয়েক ঘণ্টার মধ্যে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি