দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু ব্রাহ্মণবাড়িয়ায়
প্রকাশিত : ১১:১৮, ২ মে ২০১৭ | আপডেট: ১১:৩৩, ২ মে ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিতাস ও তার দুই শাখা নদীর মোহনায় নির্মিত হয়েছে দেশের প্রথম ওয়াই আকৃতির সেতু। একশ’ ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি সংযুক্ত করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা এবং মুরাদনগর উপজেলাকে। ওয়াই আকৃতির বিশাল এই সেতু উদ্বোধনের অপেক্ষায় ৩ উপজেলার মানুষ।
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, কুমিল্লার হোমনা এবং মুরাদনগর উপজেলাকে একসূত্রে বেঁধেছে তিতাস নদীর ত্রিমোহনায় নির্মিত বিশাল এই সেতু।
দেশের প্রথম ওয়াই আকৃতির এই সেতুর দৈর্ঘ্য ৭শ’ ৭১ দশমিক ২০ মিটার আর প্রস্থ ৮ দশমিক ১০ মিটার। এতে রয়েছে অত্যাধুনিক ট্রাফিক কন্ট্রোল সিস্টেম।
সেতুটি নির্মাণ করেছে বাংলাদেশ ও চীনের জয়েন্ট ভেঞ্চার প্রতিষ্ঠান ডব্লিউএম সিজি- নাভানা। মূল সেতুর নির্মাণ কাজ শেষে এখন চলছে সংযোগ সড়কে কার্পেটিংসহ সৌন্দর্যবর্ধনের কাজ।
সেতুটি চালু হলে এ’ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করেন এই কর্মকর্তা।
সেতুটি তিন উপজেলার মানুষের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করে স্থানীয়রা।
এখন ওয়াই আকৃতির বিশাল এই সেতু উদ্বোধনের অপেক্ষায় আছে বাঞ্ছারামপুর, মুরাদনগর ও হোমনা উপজেলার মানুষ।
https://youtu.be/ofcIFttrpyI
আরও পড়ুন