ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দেশের বাজারে পালসার এনএস১৬০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৯, ৪ ফেব্রুয়ারি ২০১৮

দেশের বাজারে প্রথমবারের মত ১৬০সিসির মোটর সাইকেল আনল উত্তরা মোটর্স। ভারতের বিখ্যাত বাজাজ কোম্পানির জনপ্রিয় ব্র্যাণ্ড পালসার এর এনএস ১৬০ মডেলের এই মোটর সাইকেলটিতে রয়েছে শক্তিশালী ১৬০ সিসি ইঞ্জিন।

মোটর সাইকেলটির দেশীয় বাজারে বাজারজাত উপলক্ষ্যে আজ রবিবার এক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের এর সরবরাহকারী প্রতিষ্ঠান উত্তরা মোটর্স। “দ্য ফাস্টেস্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বাজারে আনা হয় এই বাইকটি। রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রি-বুকিং দেওয়া ৩০ জন ক্রেতার হাতে বাইকের চাবি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ষ্টীল রিজিড পেরিমিটার ফ্রেমের মধ্যে বাইকটির ইঞ্জিন বসানো হয়েছে। ফলে অত্যন্ত সাবলীলভাবে এটি পরিচালনা করা যায়। এতে আরো আছে  স্পোর্টস টেলিস্কোপিক ফর্কস ও নাইট্রোক্স মনো সাসপেনশন। ব্রেক সিস্টেমে আছে সামনের চাকায় ২৪০ মি.মি. ডিস্ক ও পেছনের চাকায় ১৩০ মি.মি. ড্রাম ব্রেক। বাইকটির ওজন মাত্র ১৪২ কেজি। এছাড়াও এতে আছে ১২ লিটার জ্বালানী ধারণে সক্ষম ফুয়েল ট্যাংক।

অনুষ্ঠানে উত্তরা মোটর্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান বলেন, “বাংলাদেশে প্রতিনিয়ত উচ্চগতি ও শক্তিশালী মোটরসাইকেলের চাহিদা বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তি এবং দক্ষতাসম্পন্ন প্রিমিয়াম বাইকের প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে। মোটরসাইকেল ক্রেতাদের জন্য উত্তরা মোটর্স সবসময় বাজাজের বিভিন্ন মডেলের গুনগত ও উন্নতমানের মোটরসাইকেল বাজারজাত করে থাকে।  তবে যারা সর্বোচ্চ সিসি সীমার মধ্যে থেকে বহুমুখি ও কর্মক্ষম স্পোর্টস বাইক খুঁজছেন তাদের চাহিদা মেটাতে নিয়ে এলো আধুনিক প্রযুক্তির ‘বাজাজ পালসার এনএস১৬০’।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা মোটর্সের পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন অটোমোবাইল বিভাগের ডিএমডি ডুরান্ড মেহদাদুর রহমান এবং নির্বাহী পরিচালক কাজী ইমদাদ হোসেন । এছাড়া বাজাজ অটো লিমিটেডের দক্ষিণ এশিয়ার প্রধান ভিশাল গুপ্ত, রিজিওনাল মার্কেটিং ম্যানেজার শচিন দেশপান্ডে এবং বাংলাদেশের কান্ট্রি হেড সামির মার্দিকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  

২০১৮ সালের সবথেকে প্রতীক্ষিত এবং আলোচিত মোটর বাইকের মধ্যে পালসার এনএস১৬০ অন্যতম। প্যাশন রেড, পার্ল মেটালিক হোয়াইট, সেফায়ার ব্লু  এবং গ্লসি পিউটার গ্রে সহ মোট চারটি রং-এ পাওয়া যাবে মোটর সাইকেলটি। আর এর জন্য গ্রাহকের খরচ হবে ১ লক্ষ ৯৯ হাজার পাঁচশ টাকা।

//এস এইচ এস//টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি