দেশের বিভিন্নস্থানে কালবৈশাখী ঝড় (ভিডিও)
প্রকাশিত : ১৫:৫৩, ৩০ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৮:০৯, ৩০ এপ্রিল ২০১৮
রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে সোমবারও কালবৈশাখী ঝড় হয়েছে। সকালে ঝড়ের সময় কালো মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। ভারি বৃষ্টিপাতের কারনে সড়ক গুলোতে তৈরী হয়েছে জলাবদ্ধতা। চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ।
এদিকে বজ্রপাতে সারা দেশে পাচ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পাটুরিয়া-দৌলতদিয়াসহ প্রায় সারাদেশে বিঘ্নিত হয় ফেরি ও লঞ্চ চলাচল। আগামী দু’দিনও আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার সকাল সাড়ে ১১টা। কিন্তু দিনের আলোকে সরিয়ে হঠাৎ কালো মেঘে ঢেকে গেল ঢাকার আকাশ। যেন নামলো রাত। রাজধানীতে দিনের বেলার এই দৃশ্যই জানান দেয় কালবৈশাখী ঝড়ের এমন তীব্রতাকে।
আলোর স্বল্পতা আর ঝড়ের তিব্রতায় হেড লাইট জ্বালিয়ে রাস্তা থেমে যায় সারিসারি গাড়ি। তৈরী হয় তীব্র যানজট। প্রবল বষর্ণে রাস্তায় সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন পথচারী আর গাড়ি চালকেরা।
বিপাকে পড়েন সাধারন মানুষ। রিক্সা ও সিএনজিতে গুনতে হয়েছে বাড়তি ভাড়া।
এদিকে পাটুরিয়া-দৌলতদিয়াসহ বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বৈরি আবহাওয়ার কারনে বিঘ্নিত হয়েছে ফেরি চলাচল।
এই বৈরি অবস্থা রাজধানীসহ গোটাদেশে আরো দুই দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপপ্তর।
এসংক্রান্ত আরও সংবাদ:
আরও পড়ুন