ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

দেশের বিভিন্নস্থানে চলছে নবান্ন উৎসব

প্রকাশিত : ১১:৫৭, ২৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৭, ২৪ নভেম্বর ২০১৬

অগ্রহায়ণের শুরু থেকেই নতুন ধান কাটা উৎসবে মুখর গ্রামবাংলা। বিভিন্নস্থানে চলছে পিঠা-পুলির আয়োজন। একই সাথে ওয়ানগালা নামে পরিচিত নবান্ন উৎসবে মুখরিত আদিবাসী পল্লীগুলো।  সেই সাথে গ্রামীণ মেলা আর ঐতিহ্যবাহী আচারের সমাহার চারদিকে। নতুন ধান কেটে, মাড়াই করে সেই চাল দিয়ে রাতভর পিঠা তৈরী। আছে অতিথি আপ্যায়ন, খেলাধূলাসহ আঞ্চলিক গানের উৎসব। অগ্রহায়ণের শুরু থেকেই গ্রামবাংলার ঘরে ঘরে পাকা ধান কাটার পাশাপাশি আয়োজন করা হয় এ উৎসবের। ঐতিহ্যকে ধরে রাখতে যুগযুগ ধরে চলে আসছে এই প্রথা। এদিকে আদিবাসীরা নবান্ন উৎসব পালন করছে ওয়ানগালা নামে। এর মধ্য দিয়ে শস্য দেবতাকে তুষ্ট করে ফসল ঘরে তোলে আদিবাসীরা। নবান্নের উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা। আছে গান আর নাচের আয়োজনও। বাঙ্গালিয়ানা প্রকাশের এসব সংস্কৃতি যুগ যুগ ধরে টিকে থাকবে বাংলাদেশে এমনটাই প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি