দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট
প্রকাশিত : ১৪:০২, ২২ জুলাই ২০১৬ | আপডেট: ১৪:০২, ২২ জুলাই ২০১৬
দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। ওই সব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। নদ-নদীর আশপাশের ২ শতাধিক চর ও দ্বীপচরের প্রায় দেড় লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন-যাপন করছে। রাস্তা-ঘাট তলিয়ে থাকায় ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের জন্য ৫ লাখ টাকার শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া, ২ লাখ ৭৫ হাজার টাকা ও ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে।
আরও পড়ুন