ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের কাজ শুরু হয়েছে

প্রকাশিত : ০৯:৫০, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৪৮, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

দেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলের প্রাথমিক কাজ শুরু হওয়ায় দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে ফেনী ও চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দাদের। উপযোগী করা হচ্ছে ১০ হাজার একর জমি। সেখানে গড়ে তোলা হবে বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও জাহাজ নির্মাণসহ ভারী শিল্প কারখানা। এই প্রকল্পে কর্মসংস্থান হবে অন্তত ১৫ লাখ মানুষের। ফেনীর সোনাগাজী ও চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় চর এলাকায় গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। চলছে মাটি খনন ও সড়ক নির্মাণের কাজ। জুনের মধ্যেই প্রথম ধাপে পাঁচ হাজার একর ভূমি উন্নয়নের কাজ শেষ হবে। আর পর্যায়ক্রমে গড়ে তোলা হবে বিমানবন্দর, ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র, কম্পোজ প্ল্যান্ট, আইটি ও ট্যুরিজম পার্ক। এরই মধ্যে জাপান ৫শ’ ও চীন ৭শ’ একর জমি বরাদ্দ পেয়েছে। ব্যবসায়ী ও স্থানীয়রা মনে করছেন, প্রকল্প বাস্তবায়িত হলে এই অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। সমুদ্র বন্দর কাছাকাছি হওয়ায় এই অর্থনৈতিক অঞ্চলে পার্শ্ববর্তী দেশগুলো বিনিয়োগে আকৃষ্ট হবে বলে মনে করছে বেজা। ২০১৮ সালের মধ্যে এখানকার শিল্প কারখানাগুলো উৎপাদনে যাবে বলেও আশা কর্তৃপক্ষের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি