ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

‘দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ১২ আগস্ট ২০২৩ | আপডেট: ২১:০৪, ১২ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ক্ষমতায় থেকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার দিতে চায়নি। এখন কেন আন্দোলন করছে সারাদিন? দলটি কি পাগল আর শিশু পেয়েছে কি না? সে প্রশ্নের উত্তর আগে দিতে হবে।’ 

তিনি বলেন, ‘গ্যাস বেচার অঙ্গীকার করে সরকারে আসে বিএনপি। দেশের সম্পদ বেচে ক্ষমতায় আসার লোভ নেই আওয়ামী লীগের।’

শনিবার আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা শুরু হয়। 

প্রধানমন্ত্রী বলেন, ‘সুযোগ থাকার পরও বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে নাই। এখন তারা কেন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে? ভোট চুরি করলে দেশের মানুষ মেনে নেয় না। খালেদা জিয়ার পদত্যাগই তার প্রমাণ।’

জাতির কাছে প্রশ্ন রেখে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ কি অপরাধ করেছে? বিএনপি কেন এক দফার কথা বলছে? যারা স্বজনহারা তাদের জবাব কি খালেদা জিয়া দিতে পারবে? বিএনপি দেশের মানুষকে কি দিতে পেরেছে? 

তিনি আরো বলেন, ‘বাংলাদেশকে আবার অন্ধকার যুগে ফেরাতে চায় বিএনপি। বিএনপির অত্যাচারের শিকার দেশের সকল স্তরের মানুষ। যারা দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করেছে তাদের মুখে এখন নীতির কথা শুনতে হয়।’

শেখ হাসিনা বলেন, ‘বিএনপির মতো অত্যাচারের পথে হাঁটেনি আওয়ামী লীগ। ২১ আগস্টের হামলার আলামত পর্যন্ত রাখতে দেয়নি। এখনও বিএনপির নেতারা আমাকে সরাসরি হত্যার হুমকি দিচ্ছে। কেন এমনটি করা হচ্ছে?’
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি