দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৭ ডিগ্রি তেঁতুলিয়ায়
প্রকাশিত : ১০:৩৪, ১৮ ডিসেম্বর ২০২৩
উত্তরাঞ্চলসহ বিভিন্ন জেলায় বেড়ে চলেছে শীতের প্রকোপ। ঘন কুয়াশা আর ঠাণ্ডায় দুর্ভোগে সাধারণ মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
মৃদু শৈতপ্রবাহ, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় দুর্ভোগে পঞ্চগড়ের জনজীবন। দিন ও রাতের তাপমাত্রার পারদ কমছে শীতের শুরু থেকেই। গেলো ৪ দিন জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগামীতে আরও তাপমাত্রা হ্রাস পেতে পারে।
স্থানীয়রা জানান, তীব্র ঠাণ্ডায় হাত-পা কুকড়ে আসছে। কাজে বের হতে না পারায় অর্থকষ্টে পড়েছেন তারা।
সিরাজগঞ্জে বেড়েছে শীতের তীব্রতা। 'উনু বর্ষায় দুনো শীত' প্রবাদ বাক্যের ধারাবাহিকতায় এবার বন্যার পানি কম হওয়ায় শীতের মাত্রা এ অঞ্চলে বাড়বে বলছে স্থানীয়রা। সকালে রাস্তায় বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। দুভোর্গে পড়েছে তৃণমূলের সাধারণ মানুষ। কুয়াশা থাকায় গাড়ি চলাচল করতে হেডলাইট জ্বালিয়ে।
শীতে ও ঘন কুয়াশায় বিপর্যস্থ চুয়াডাঙ্গার মানুষ। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় শীতের মাত্রা বাড়িয়ে দিয়েছে। নিম্নআয়ের মানুষ ও দিনমজুরা দারুন কষ্টে আছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় থেকে সরকারি পর্যায়ে ১৭ হাজার ৬৫০ পিস কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষতি হচ্ছে।
এএইচ
আরও পড়ুন