ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

দেশের সর্বনিম্ন ৯.৪ ডিগ্রি তাপমাত্রা তেঁতুলিয়ায়

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১১:১২, ১৭ ডিসেম্বর ২০২৩

উত্তরাঞ্চলসহ সারাদেশে বেড়ে চলেছে শীতের প্রকোপ। সাথে ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিন থেকেই সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। অনেক বেলা পর্যন্ত কুয়াশার চাদরে মোড়ানো থাকে চারদিক। সঙ্গে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। 

রংপুর অঞ্চলে ঘন কুয়াশার সাথে বইছে হিমেল হাওয়া। গাইবান্ধা ও সিরাজগঞ্জেও বাড়ছে শীতের তীব্রতা। 

এক সপ্তাহ ধরে তাপমাত্রা ওঠানামা করছে কুড়িগ্রামে। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সকালে সূর্যের দেখা মিললেও শীতের দাপটে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।  

শীতে বেশি দুর্ভোগে শিশু ও বৃদ্ধরা। আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে। শীতের দাপটে কাবু নিম্নআয়ের খেটে খাওয়া মানুষও। 

কুয়াশার কারণে বিভিন্ন জেলায় ফসলেরও ক্ষতি হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি