ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেশে আরও ২৭ জনের প্রাণ নিয়েছে করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫১, ৩ জানুয়ারি ২০২১

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে দেশে প্রাণ হারিয়েছেন আরও ২৭ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৬২৬ জনে ঠেকেছে। নতুন মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ, বাকিরা নারী।  

রোববার (৩ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮০টি ল্যাবরেটরিতে ১০ হাজার ৮৬৭টি নমুনা সংগ্রহ ও ১০ হাজার ৯২৫টি পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা ৩২ লাখ ৬০ হাজার ৩২৭টিতে দাঁড়িয়েছে। 

এর মধ্যে গত একদিনে আক্রান্ত হয়েছেন ৮৩৫ জন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৯৭৮ জন। ফলে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জনে পৌঁছেছে। 

নতুন মারা যাওয়াদের মধ্যে ঢাকায় ১৫ জন, রাজশাহীতে ৪ জন, খুলনায় ১ জন, রংপুরে ৩ জন, সিলেটে ২ ও ময়মনসিংহে ২ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং প্রথম করোনা রোগীর মৃত্যু হয় দশ দিন পরে ১৮ মার্চ।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি