ঢাকা, শনিবার   ০৩ মে ২০২৫

দেশে আরও ৪৯ জনের করোনা শনাক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৪৭ হাজার ১৯৯ জনে  দাঁড়িয়েছে।

২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ৪৮২ জন অপরিবর্তিত রয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪৪৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ৬০৭ নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ০৭ শতাংশ।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি