ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দেশে আসা চীনা নাগরিকরা নজরদারিতে : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৪, ২৯ জানুয়ারি ২০২০ | আপডেট: ১৪:১১, ২৯ জানুয়ারি ২০২০

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে পদ্মা সেতু নির্মাণ কাজে কোনো অসুবিধার সৃষ্টি হবে না। কারণ চীন থেকে যারা বাংলাদেশে প্রবেশ করছেন, তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছি। আমরা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’

বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘ইতোমধ্যে যারা বাংলাদেশে এসেছেন, নিয়ম অনুযায়ী তাদের ১৪ দিন সব কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে। এতে আমাদের কর্মকাণ্ড কোনোভাবেই বিঘ্নিত হবে না।’

ছুটি কাটিয়ে ১৮ জানুয়ারি থেকে যারা চীন থেকে এসেছে তাদের প্রকল্পের কর্মকাণ্ডের বাইরে রাখা হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘এ মাসের ১৮ তারিখ থেকে যারা আসছে তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে এবং সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। ৩৫ জনের মত এসেছে, ১৪ দিন নিয়ম অনুযায়ী তাদেরকে কর্মকাণ্ডের বাইরে রাখা হচ্ছে। আমাদের কর্মকাণ্ড কোনোভাবে বিঘ্নিত হচ্ছে না। এর আগেও একশ থেকে দেড়শ জন শিফটিং ছুটিতে যেত, তাতে আমাদের পদ্মা সেতু নির্মাণকাহে সমস্যা হতো না।’
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি