ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেশে ইন্টারনেট সংযোগ ৯ কোটি ৬২ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৯, ২৮ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৩০, ২৮ জুলাই ২০১৯

বাংলাদেশে বর্তমানে ৯ কোটি ৬১ লাখ ৯৯ হাজার ইন্টারন্ট সংযোগ রয়েছে। এ সংখ্যা গেল মে মাসে ছিল ৯ কোটি ৪৪ লাখ ৪৫ হাজার। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন’র (বিটিআরসি) প্রকাশিত সাম্প্রতিক মাসিক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন উল্লেখ করা হয়, শুধু চলতি বছরের জুনে ১৭ লাখ ৫৪ হাজার ইন্টারনেট সংযোগ বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের যে কোনো মাসের তুলনায় এ মাসে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির হার বেশি। জুন মাস শেষে ওয়াইম্যাক্স সংযোগের সংখ্যা ৫৫ হাজার আর আইএসপি ও পিএসটিএন সংযোগের সংখ্যা ৫৭ লাখ ৩৪ হাজারে দাঁড়িয়েছে।

প্রতিবেদনের সূত্রে আরও জানা যায়, মোট ইন্টারনেট সংযোগের ৯৩ দশমিক ৯৮ শতাংশই মোবাইলের মাধ্যমে ব্যবহার করা হয়।

গত জুন মাস শেষে দেশে মোবাইল সংযোগ ব্যবহারকারী দাঁড়িয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৭২ হাজার, যা মে মাস শেষে ছিল ১৬ কোটি ৮ লাখ ২৯ হাজার। জুন মাস শেষে গ্রামীণফোনের ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ৭ কোটি ৫৩ লাখ ৩০ হাজার। রবির কার্যকর সংযোগ দাঁড়িয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৪৬ লাখ ৬৭ হাজারে এবং টেলিটকের ৩৮ লাখ ৩৬ হাজারে।

এমএস/

 

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি