দেশে এখনও ২৬ লাখ ৩০ হাজার বেকার
প্রকাশিত : ০৮:৫৩, ১৬ মে ২০১৬ | আপডেট: ০৮:৫৩, ১৬ মে ২০১৬
দেশে এখনও ২৬ লাখ ৩০ হাজার বেকার। তিন বছর আগেও এই সংখ্যা ছিল ২৫ লাখে আর এক দশক পেছনে ২০ লাখে। বাজার চাহিদার সঙ্গে শিক্ষা ব্যবস্থার সঙ্গতি না থাকায় শিক্ষিত বেকার বেড়েই চলছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেশ এগুচ্ছে মধ্যম আয়ের দিকে, বাড়ছে জনবল, বাড়ছে শিক্ষার হার, কিন্তু সেই সাথে বাড়ছে না কর্মসংস্থান। সাড়ে চার কোটি মানুষ এখনও শ্রমশক্তির বাইরে। লন্ডনের ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটও বলছে, বাংলাদেশে শিক্ষিত বেকারের হার সবচেয়ে বেশি। প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রিধারীর মধ্যে ৪৭ জনই বেকার।
রাজনৈতিক স্থবিরতায় বেসরকারি কর্মসংস্থানের সুযোগ যেমন কম সৃষ্টি হচ্ছে তেমনি; আমলাতান্ত্রিক জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে সরকারি উদ্যোগগুলো, অভিযোগ এই শিক্ষাবিদের।
বিশ্বব্যাংকের তথ্যমতে, প্রতিবছর নতুন করে ১৩ লাখ মানুষ শ্রমবাজারে যোগ হচ্ছে। চাকরি মিলছে মাত্র সাত লাখের। সমস্যা নিরসনে অর্থনৈতিক কৌশলে পরিবর্তন আনার পরামর্শ বিশেষজ্ঞের।
২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশের স্ট্যাটাসে পৌছতে হলে বাড়াতে হবে কর্মসংস্থান, এমনটাই মত তাদের।
আরও পড়ুন