ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে গণতন্ত্র অনুপস্থিত; মন্তব্য মাহবুবুর রহমান

প্রকাশিত : ১৬:০৯, ২২ মার্চ ২০১৬ | আপডেট: ১৬:০৯, ২২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

LG Mahbubদেশে গণতন্ত্র অনুপস্থিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান। দুপুরে জাতীয় প্রেসক্লাবের স্বাধীনতা ফোরাম আয়েজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মাহবুবুর রহমান বলেন, ৭১’এ স্বাধীনতার চেতনা নিয়ে বাঙালী জাতি রণাঙ্গণে যুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছে তা প্রতিফলন এখনো ঘটেনি। দেশের সর্বস্তরের মানুষ এখন ভয়ানক সংকট ও নিরাপত্তাহীনতায় ভুগছে মন্তব্য করে সাবেক এ সেনাপ্রধান বলেন, ১৬ কোটি মানুষ আজ অবরুদ্ধ, তারা গণতন্ত্রের স্বাদ হারিয়ে ফেলেছে। এ সময় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জিয়ার চেতনা মনের মধ্যে থাকলে ভয়ের কিছু নেই। এই দলকে কেউ ভাঙতে পারবে না। এই দল ভেসে আসা দল নয়। কারণ জিয়া অমর, অক্ষয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি