ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দেশে দেশে পবিত্র আশুরা পালিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৭, ২৯ জুলাই ২০২৩

বিশ্বের নানা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হয়েছে পবিত্র আশুরা। ভারত, পাকিস্তান, ইরাক, ইয়েমেনসহ বিশ্বের বিভিন্ন দেশে নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি এবং রীতিনীতিতে পালিত হয়েছে দিনটি। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

হিজরী মাস মহররমের ১০ তারিখ কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবী হযরত মোহাম্মদ এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন। তার মর্মান্তিক মৃত্যুকে স্মরণ করে এদিন বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।

শুক্রবার (২৮ জুলাই) আশুরা পালিত হয় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এ উপলক্ষে শ্রীনগরের ডাল লেকে নৌকায় করে মিছিল বের করেন স্থানীয়রা। কালো কাপড় পড়ে এতে অংশ নেন যুবক, শিশুসহ নানা বয়সী মানুষ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ দেশটির বিভিন্ন জায়গায় কঠোর নিরাপত্তা উপেক্ষা করে আয়োজন করা হয় তাজিয়া মিছিল। এ সময় 'ইয়া হোসাইন' ধ্বনীতে নিজেদের বুকে ধারালো বস্তুর সাহায্যে আঘাত করতে থাকেন অনেকে। নিরাপত্তাকর্মীরা মিছিলে আসা ব্যক্তিদের ব্যাপক তল্লাশি করেন। এর আগে গেল বছর তাজিয়া মিছিলে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল দেশটিতে। তবে, পাকিস্তানে আশুরার মূল অনুষ্ঠানপালিত হবে আজ শনিবার।
 
এদিকে, ইরাকের কারবালায় ইমাম হুসাইনের মাজারে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই আশুরা পালনে জড়ো হন হাজার হাজার শিয়া মুসলিম। এসময় বিভিন্ন ধর্মীয় আচার পালন করেন তারা। দেশটিতে আশুরা উপলক্ষে সপ্তাহব্যাপী চলে বিভিন্ন ধর্মীয় আয়োজন। প্রচণ্ড গরমে অতিষ্ঠ ধর্মপ্রাণ মানুষদের সেবায় পানি বিতরণ করেন অনেক স্বেচ্ছাসেবী।এছাড়া গরম থেকে বাঁচতে বিভিন্ন জায়গায় ব্যবস্থায় করা হয় ফ্যানের।

আশুরা উপলক্ষে যুদ্ধবিধ্বস্ত ইয়েমের রাজধানী সানায় জড়ো হন হাজার হাজার হুথি সমর্থক। এসময় মিছিলের পাশাপাশি বিভিন্ন ঐতিহ্যবাহী সংগীত পরিবেশন করা হয়। আর ইমাম হোসাইনের প্রতি গভীর শ্রদ্ধাও জানান তারা।
 
এছাড়া আশুরা পালিত হয়েছে তুরস্ক, আফগানিস্তান, আজারবাইজান, বাহরাইন, ইরান, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি