ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশে প্রতিবছর ৩ হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ৪ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশে প্রতিবছর তিন হাজার শিশু ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে বলে দাবি করেছে অরবিস ইন্টারন্যাশনাল। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

অরবিস বলছে, ডায়াবেটিস আক্রান্ত এসব শিশুরা অন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিতেও রয়েছে। তাদের অন্ধত্ব থেকে রক্ষা করতে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

ঢাকায় ‘অরবিস ইন্টারন্যাশনাল, বাংলাদেশ’ আয়োজিত ডায়াবেটিক শিশুদের চক্ষুসেবার সমন্বিত পদক্ষেপের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক এক আলোচনায় এ তথ্য জানানো হয়।

সভায় আলোচকরা বলেন, বিশ্বজুড়েই ডায়াবেটিক শিশুদের সংখ্যা বাড়ছে এবং সঠিক চিকিৎসার অভাবে নানা জটিলতায় শিশুরা সারাজীবন ভুগছে।

বাংলাদেশ ডায়াবেটিক হাসপাতাল এবং অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় দুই বছরে ঢাকা বারডেম এবং বগুড়া বারডেমে তিন হাজারের বেশি শিশুসহ সাত হাজারেরও বেশি জটিল রোগীকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। উন্নত চশমা দেওয়া হয় তিন শতাধিক রোগীকে, ৮১টি চক্ষু অপারেশনে সহায়তা করা হয় এবং বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ৮০ জন চিকিৎসকসহ সংশ্লিষ্টদের।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি