ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দেশে ফিরলেন টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ৩০ সেপ্টেম্বর ২০১৮

দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট টিম। শনিবার রাত সাড়ে ১১টায় মাশরাফিদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাদের শুভেচ্ছা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিমানবন্দরের বেশির ভাগ খেলোয়াড়ের মুখেই ছিল হাসি। ছোট কিছু ভুলের কারণে এশিয়া কাপের শিরোপাটা জেতা হয়নি, তবে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ। 

টুর্নামেন্টের শুরুতেই তামিম ইকবালকে হারিয়েছিল বাংলাদেশ। মাঝপথে সাকিব আল হাসানকে। অনেকেই ছিলেন ইনজুরি আক্রান্ত। সেই দল নিয়েই এশিয়া কাপের ফাইনাল খেলেছে টাইগাররা। 

ফিরে এসে বিমানবন্দরে মাশরাফি বিন মুর্তজা বলেন, এবার হতাশ হলেও ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েনি দল। অন্যবারের তুলনায় এবার তাদের (খেলোয়াড়দের) শক্ত দেখেছি। এটা ভালো দিক। সবাই শেষ পর্যন্ত লড়েছে। সীমাবদ্ধতার মধ্যেও জেতার ইচ্ছাটা ছিল। আমাদের ক্রিকেট এগিয়ে যাবে, সামনে বড় বড় টুর্নামেন্ট আছে। সামনে বিশ্বকাপ আছে। বড় দুই-তিনটা সিরিজ আছে। চেষ্টা করব, এই ভুল সামনে যেন না হয়।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি