ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেশে ফিরলেন সাব্বির-সাইফুদ্দিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ১৬ অক্টোবর ২০২২

সাব্বির রহমান ও সাইফুদ্দিন

সাব্বির রহমান ও সাইফুদ্দিন

এক বুক আশা নিয়েই দেশ ছেড়েছিলেন সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু তাদের সেই আশার গুড়ে বালি ঢালল মাঠের বাজে পারফরম্যান্স। তাইতো বিশ্বকাপ শুরুর আগেই দেশের ফিরতে হয়েছে দুজনকেই।

শনিবার (১৫ অক্টোবর) রাত ১০টা ৪০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাব্বির-সাইফ। 

সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

এর আগে পরিবর্তন আনা হয় বাংলাদেশের বিশ্বকাপ দলে। আসরটি শুরুর ঠিক একদিন আগে সাব্বির ও সাইফকে বাদ দিয়ে দলভুক্ত করা হয় সৌম্য সরকার ও শরিফুল ইসলামকে।

সর্বশেষ এশিয়া কাপ দিয়ে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছিলেন সাব্বির। উদ্বোধনী জুটির দৈন্যতা ঘোঁচাতে মেকশিফট ওপেনার হিসেবে খেলানো হয় তাকে। কিন্তু সুযোগটি কাজে লাগাতে পারেননি সাব্বির। চার ম্যাচে করেন মাত্র ৩১ রান।

এদিকে গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাদ পড়া সাইফও দলে ফেরেন এশিয়া কাপ দিয়ে। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনিও। পাঁচ ম্যাচে অংশ নিয়ে ওভার প্রতি ১০.৮৭ রান খরচ করে শিকার করেন মাত্র তিনটি উইকেট।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি