ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘দেশে বিপিও খাত থেকে বিলিয়ন ডলার আয় সম্ভব’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ১৮ মে ২০১৮

আগামি তিন বছরে দেশের বিজনেস প্রসেস আউট সোর্সিং বা বিপিও খাত থেকে এক বিলিয়ন ডলার আয় করা সম্ভব বলে জানিয়েছে সফটওয়্যার রফতানিকারকদের শীর্ষ সংগঠন বেসিস। আর এই খাতে ২০২১ সালের মধ্যে এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব বলে জানালেন বিপিও খাত সংশ্লিষ্টরা। তবে, এজন্য সহজ শর্তে ব্যাংক ঋণ, ইন্টারনেটের সহজলভ্যতা আর দক্ষ মানব সম্পদ তৈরির তাগিদ দিয়েছেন তারা।

দেশে দ্রুত বিকাশ ঘটছে বিজনেস প্রসেস আউট সোর্সিং বা বিপিও খাতের। ৫শ’ বিলিয়ন ডলারের এই আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই বাড়ছে আয়ের সুযোগ। আর দেশের তরুনদের এই কাজে সম্পৃক্ত করা গেলে, আয় বাড়বে বলে মনে করেন তথ্য প্রযুক্তি সংশ্লিষ্টরা।

এই খাত থেকে আগামি তিন বছরের মধ্যে এক বিলিয়ন ডলার আয় করা অসম্ভব নয় বলে জানিয়েছে তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

এদিকে, সফটওয়্যার রফতানিকারকদের শীর্ষ সংগঠন-বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস বলছে, বিপিও খাতের মাধ্যমে দ্রুত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।

বিশেষজ্ঞরা বলছেন, বিশেষভাবে নজর দিলে তৈরি পোশাক শিল্পের পরই রফতানিতে অবদান রাখতে পারবে বিপিও খাত।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি