ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

দেশে মাইনরিটি বলে কিছু নেই: সেতুমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫০, ২৯ ডিসেম্বর ২০১৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে মাইনরিটি বলে কিছু নেই। দেশের সকল নাগরিকের অধিকার সমান। দেশের সব নাগরিকের অধিকার রক্ষায় আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়ার পাতাবাড়ি আনন্দভবন বৌদ্ধ বিহারের প্রধান ভদন্ত প্রয়াত রেবতপ্রিয় মহাথেরের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিশ্বের ইতিহাসে যে কয়েকজন দার্শনিক পুরুষ নানা সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেখিয়েছেন তাদের মাঝে গৌতম বৌদ্ধ অন্যতম। তাঁর দেখানো পথ ‘অহিংসা পরম ধর্ম’ সবার জন্যই মঙ্গলময়। আর প্রয়াত রেবতপ্রিয় মহাথের শ্রামণ্য ও ভিক্ষু সমগ্র জীবনে মহামানব গৌতম বুদ্ধের অহিংসার বাণী চারিদিকে ছড়িয়ে দিয়েছেন।

সম্রাট অশোকের প্রসঙ্গ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, সম্রাট অশোকের ছায়ায় হেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের সেবায় সর্বক্ষণ মেধা ও মনন দিয়ে যাচ্ছেন।

সেতুমন্ত্রী আরও বলেন, মিয়ানমারের নিজ দেশে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে বিশ্বময় আজ প্রশংসিত হয়েছেন মানবতাবাদী নেতা শেখ হাসিনা। শুধু তাই নয়, নাগরিক অধিকার নিয়ে বাস্তুচ্যুত রোহিঙ্গারা যেন নিজ দেশে ফিরতে পারে সে চেষ্টাও অব্যাহত রেখেছেন তিনি।

উখিয়া ভিক্ষু সমিতির সভাপতি শ্রীমৎ এস. ধর্মপাল মহাথেরের সভাপতিত্বে জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আবদুর রহমান বদি এমপি প্রমুখ।

 

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি