ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেড় মাস পর কার্যালয় ছেড়ে ঝটিকা মিছিল রিজভীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪২, ১০ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দেড় মাস পর কেন্দ্রীয় কার্যালয় থেকে বেরিয়ে মিছিলে অংশ নিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ১৪-১৫ জন নেতা-কর্মীকে সাথে নিয়ে এক ঝটিকা মিছিল করেন তিনি। মিছিল শেষে আবার তড়িঘড়ি করে কার্যালয়ে ঢুকে পড়েন।

ওই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য রাস্তায় ছিল না। গ্রেপ্তার এড়াতে গত ৩০ জানুয়ারি থেকে তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর নয়াপল্টনে বস্থান করছেন।

গত বৃহস্পতিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পণ্ড করে দেওয়ার প্রতিবাদে আজ রাজধানীর থানায় থানায় এ প্রতিবাদ কর্মসূচি ডাক দেওয়া হয়। এরই অংশ হিসেবে বিক্ষোভে অংশ নেন রিজভী।

ওই দিন ছাত্রদলের এক নেতাকে আটক নিয়ে হুলুস্থল কাণ্ড ঘটে। এতে কর্মসূচির নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায়। ওই অভিযানে দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতা আহত হন বলে অভিযোগ করে দলটি।

 

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি