ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে মা ইলিশ ধরায় ১৪ জেলেকে কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:০০, ১৭ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান তাদেরকে এ সাজা দেন। এরআগে বুধবার ও বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও নৌ পুলিশ পদ্মা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। 

পরে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ফরিদপুরের সদরপুর উপজেলার মৃত ইয়াছিন মোল্লার ছেলে বাবু মোল্লা (৪০), ফরিদপুর সদরপুর উপজেলার মৃত সত্তর মোড়লের ছেলে কালাম মোড়ল (৬০), মৃত মজিবুর মোড়লের ছেলে হালান মোড়ল (৪৮), কুদ্দুস মোড়লের ছেলে ফরহাদ মোড়ল (৪০), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত মোয়াজ্জেম আলী হাওলাদারের ছেলে আমীর হোসেন হাওলাদার (৫৪), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মৃত হরিমহন মালোর ছেলে প্রফুল্ল মালো (৪৫) কে ১৮ দিনের এবং ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়িয়া এলাকার রুহুল আমিন মুন্সীর ছেলে মোস্তফা (৩০), জেহের কাজীর ছেলে মোশারফ (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার চৌধুরী গ্রামের রতন চৌধুরীর ছেলে মিজান চৌধুরী (৩০), ফরিদপুরের সদরপুর উপজেলার আকনকান্দি এলাকার রতন চৌধুরীর ছেলে সুমন চৌধুরী (২৫), দোহারের আঃ মুন্নার ছেলে মো. বিল্লাল (৬০), নয়াবাড়ির বাহ্রা এলাকার খালেক কাজীর ছেলে মো. তোতা ফরাজী (৬৫), মাদারীপুরের শিবচর এলাকার মৃত লাল মিয়া মাদবরের ছেলে মো. ইউনুস মাদবর (৪০), মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকার মো. আক্কাসের ছেলে মো. জাহাঙ্গীর (২০) কে ১৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি