দোহার-নবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার
প্রকাশিত : ১৮:২৮, ২০ মে ২০২৩
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার দুই উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় ৪টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখের নেতৃত্বে এসআই তানভীর শেখ সঙ্গীয় ফোর্সসহ উপজেলা কোমরগঞ্জ বটতলা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে মো. আফজাল খান ওরফে পারভেজকে ৪৩৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। এসময় কৌশলে একজন দৌড়ে পালিয়ে যায়। পরে আফজাল খান ওরফে পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নবাবগঞ্জ থানার মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
একই দিনে নবাবগঞ্জ থানার এসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কামারখোলা এলাকায় অভিযান চালিয়ে মো: ওয়াহিদুল ইসলাম ও মো: আশিক নামে পেশাদার দুই মাদক কারবারিকে ১৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় আদালতে প্রেরণ করেন পুলিশ।
এছাড়া দোহার উপজেলার নারিশা চৈতাবাতর এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ মো. আতিয়ার রহমান নামে কুখ্যাত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। একই দিন দোহারে বিশেষ অভিযান চালিয়ে আবু বক্কর সিদ্দিক নামে এক মাদক কারবারিকে ৫০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করেন দোহার থানা পুলিশ। তাদের দুইজনের বিরুদ্ধেও দোহার থানায় নিয়মিত মাদক মামলায় রুজু করে আদালতে পাঠানো হয়েছে।
এমএম/
আরও পড়ুন