ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

দোয়েল-কোয়েল-ময়না ও টিয়া এখন মায়ের কোলে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১৩, ১১ মে ২০২৩

চুয়াডাঙ্গায় একসঙ্গে জন্ম নেওয়া চার নবজাতক দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া সুস্থ আছেন। জন্মের ৪০ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তাদের প্রথমবারের মতো একসঙ্গে দেখা গেছে মা কল্পনা খাতুনের কোলে।

কল্পনা খাতুন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মাহবুল হোসেনের স্ত্রী। গত মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা শহরের একটি বেসরকারি হাসপাতালে একে একে চারটি কন্যাসন্তান জন্ম দেন কল্পনা। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান চার নবজাতককে দেখতে যান। এ সময় তিনি চার নবজাতকের নাম দেন দোয়েল, কোয়েল, ময়না ও টিয়া।

চুয়াডাঙ্গা শহরের আঁখিতারা জেনারেল হাসপাতালের তিনতলার একটি কেবিনে চার সন্তানকে নিয়ে চিকিৎসাধীন কল্পনা খাতুন। বৃহস্পতিবার সকালে সেখানে গিয়ে মায়ের কোলে চার শিশুসন্তানকে দেখা যায়। এ সময় পাশে বসেছিলেন বাবা মাহবুল হোসেন। মেঝেতে মাদুরের ওপর বসে ছিলেন চার শিশুকন্যার নানি হাজেরা বেগম, মামি আমিনা খাতুন ও দাদি সাহারন নেছা। 

সবার আলোচনার বিষয় চার নবজাতককে ঘিরে।

চার সন্তানকে একসঙ্গে প্রথম কোলে নেওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে কল্পনা খাতুন বলেন, অস্ত্রোপচারের সময় অতিরিক্ত রক্তক্ষরণের কারণে দীর্ঘ সময় অসুস্থ ছিলেন তিনি। অসুস্থতার মধ্যেও একে একে চার সন্তানকে ছুঁয়ে দেখেছেন। তবে আজ সকাল ১০টার দিকে চারজনকে একসঙ্গে কোলে নেন।

কল্পনা বলেন, ‘আমাদের ১০ বছরের একটা ছেলে আছে। তাই আল্লাহর কাছে চেয়েছিলাম এবার যেন আমাদের মেয়ে সন্তান দেয়। আমাদের চাওয়া আল্লাহ কবুল করেছে। খুশি হয়ে আমাদের ঘরে চারটে মেয়ে পাঠিয়েছে। তাতে আমরাও খুশি।’

চার কন্যার বাবা মাহবুল হোসেন বলেন, সন্তানেরা গর্ভে থাকাকালীন অন্তত ছয়বার আলট্রাসনোসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। প্রতিবারই বলা হয়েছিল তিনটি কন্যাসন্তান হবে। বাড়ির সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলেন। তবে শেষ পর্যন্ত চারটি কন্যাসন্তান পেলাম।

এক প্রশ্নের জবাবে মাহবুল বলেন, ‘একসঙ্গে যমজ চারটে মেয়ে হওয়ার খবরে অনেকেই দেখতি আসে। আবার যাদের সন্তান নেই, এরকম অনেকেই বলে যে তাদের দিয়ে দিতে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, চার মেয়েকেই আমাদের কাছেই রাখবো। আল্লাহ চাইলে এই মেয়েরাই একদিন সংসারে সুখ এনে দেবে।’

হাসপাতালের গাইনি কনসালটেন্ট আকলিমা খাতুন বলেন, দোয়েল, কোয়েল, ময়না, টিয়া এবং তাদের মা কল্পনা খাতুন বর্তমানে সুস্থ আছেন। কল্পনার উচ্চ রক্তচাপের সমস্যা থাকায় মারাত্মক ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারকালে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিন ব্যাগ রক্ত দিতে হয়েছে। অবস্থা স্বাভাবিক থাকলে শুক্রবার তাদের ছাড়পত্র দেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, দিনমজুর মাহবুল হোসেনের পরিবারে চার কন্যা জন্মলাভের বিষয়টি নানাভাবে আলোচিত হচ্ছে। চার শিশুসন্তানের কল্যাণে অনেকেই সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছেন। এ ধরনের আগ্রহকে তারা স্বাগত জানান।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি