দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৫ শতাধিক যান
প্রকাশিত : ১৩:০৫, ২৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:০৬, ২৮ আগস্ট ২০১৮
ঈদুল আজহা শেষে কর্মস্থলমুখী মানুষ ও যানবাহনের বাড়তি চাপ রয়েছে রাজবাড়ীর দৌলতদিয়ায়। আর এতে দৌলতদিয়া প্রান্তে প্রায় ৫ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে। ফলে গরমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার সকার থেকে দৌলতদিয়া প্রান্তের ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকামুখি যাত্রীবাহী পরিবহন, ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়ি সিরিয়ালে থাকতে দেখা গেছে। এছাড়া বাইপাস সড়কসহ মূল সড়কে ছোট গাড়ির সিরিয়ালও রয়েছে। সেইসঙ্গে ঢাকামুখী লোকাল যাত্রীদের ভিড় দেখা যায় লঞ্চ ও ফেরি ঘাটে।
কর্তৃপক্ষের দাবি, গত শুক্রবার থেকে ফের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটে রোরো (বড়) ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটের পারাপার হওয়া যানবাহনগুলো নদী পার হতে দৌলতদিয়ায় আসছে। আবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের পাশাপাশি নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিগুলো স্বাভাবিকভাবে চলতে পারছে না। প্রতিটি ফেরির ট্রিপ দিতে স্বাভাবিকের চেয়ে সময় বেশি লাগছে। এ সব কারণে ঘাট এলাকায় যানবাহনগুলো আটকা পড়ছে।
আরও পড়ুন