ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া নৌরুটে শুরু হয়েছে ফেরি চলাচল

প্রকাশিত : ১৯:১০, ১৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:১০, ১৭ সেপ্টেম্বর ২০১৬

১৩ ঘন্টা বন্ধ থাকার পর  রাজবাড়ীর দৌলতদিয়া নৌরুটের ৩ টি ঘাট দিয়ে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিকে কাওড়াকান্দি ঘাটে ৫ কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে যানজট। দীর্ঘ সময় ধরে পারাপার বন্ধ থাকায় দক্ষিনাঞ্চলের গুরুত্বপূর্ন নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়ার দুপাড়ে যানজট সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে প্রবল স্রোতের কারনে দৌলতদিয়ার ২ টি ঘাট ভেঙ্গে যাওযার ১৩ ঘন্টা পর শনিবার সকাল ৮ টার সময় সচল হয় ঘাটটি। কিন্তু ঘাট সল্পতা এবং ঈদ শেষে ঢাকামুখি মানুষের চাপ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে পদ্মার মোড় পর্যন্ত ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা দেয়। এদিকে সকাল থেকেই উপচে পড়া ভীড় কাওড়াকান্দি ফেরিঘাটে। ৫ কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে যানবাহনের লাইন । প্রায় ২ কিলোমিটার পথ পায়ে হেটে যাত্রীদের উঠতে হচ্ছে লঞ্চ বা স্পীড বোর্টে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি