ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ৫’শতাধিক গাড়ি

প্রকাশিত : ১৮:১১, ১২ জুলাই ২০১৯

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোত ও ফেরি সংকটের কারণে ফেরিঘাটে পারের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৪ কি.মি. যানবাহনের একাধিক সারি রয়েছে

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৪টি ছোট-বড় ফেরি চলাচল করছে। পদ্মা নদীতে তীব্র স্রোত থাকায় ফেরিগুলো পার হতে দ্বিগুন সময় ব্যয় হচ্ছে। এদিকে দীর্ঘ সময় নদী পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক মো. মাহাবুব হোসেন বলেন, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত স্রোত রয়েছে। যে কারণে দৌলতদিয়া ঘাটে কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি