ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৮, ৯ অক্টোবর ২০২৪

দিল্লিতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচ ৭ উইকেটে হেরেছিলো বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনে একাদশ সাজিয়েছে টাইগাররা। বাঁ-হাতি পেসার শরিফুল ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম হাসান সাকিব। প্রথম ম্যাচে ২ ওভারে ১৭ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন শরিফুল।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের পেস আক্রমণে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গী হলেন তানজিম। এখন পর্যন্ত ১৩টি টি-টোয়েন্টিতে ১৫ উইকেট নিয়েছেন তানজিম।

বাংলাদেশের একাদশে পরিবর্তন হলেও প্রথম ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে ভারত।

টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১৫ ম্যাচের মধ্যে ১৪টিতে হার ও ১টিতে জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালে ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দিল্লিতে ৭ উইকেটে জয় পেয়েছিলো টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব ও অর্শদীপ সিং।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি