ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না তামিমের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৪ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:৪৯, ৪ অক্টোবর ২০১৭

ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টে খেলা হচ্ছে না দেশসেরা ওপেনার তামিম ইকবালের।দক্ষিণ আফ্রিকা সফরে  একমাত্র প্রস্তুতি ম্যাচেই বাঁ পায়ের পেশিতে ‘গ্রেড ওয়ান টিয়ার’ হয় তামিম ইকবালের। এ চোট নিয়েও প্রথম টেস্টে মাঠে নেমেছিলেন দেশসেরা এই বাঁ-হাতি ব্যাটসম্যান।। তবে ম্যাচে ফিল্ডিং করার সময় আবার সেখানেই ব্যথা পান তিনি ।


ম্যাচ শেষে পচেফস্ট্রমে  স্থানীয় ডাক্তার দেখানো হয় তামিমকে। ডাক্তার জানান, এ রকম চোটের ক্ষেত্রে চার সপ্তাহের বিশ্রামের প্রয়োজন। সে ক্ষেত্রে দ্বিতীয় টেস্ট তো বটেই ওয়ানডে সিরিজও খেলতে পারার সম্ভাবনা  কম তামিমের। তবে বাংলাদেশ দলের ফিজিওর সঙ্গে কথা বলার পর টিম ম্যানেজমেন্ট মনে করছে, ১০ থেকে ১২ দিন ভালোমত বিশ্রাম নিলে হয়তো ওয়ানডে সিরিজটা তামিম খেলতে পারবেন।


উল্লেখ্য, পচেফস্ট্রম টেস্টে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারে বাংলাদেশ । তামিম প্রথম ইনিংসে (৩৯) এবং দ্বিতীয় ইনিংসে (০) রানে আউট হন ।
/এন//এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি