ঢাকা, রবিবার   ১৭ নভেম্বর ২০২৪

দ্বিতীয় দিনে বেক্সিমকোর শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৬, ১৭ নভেম্বর ২০২৪

এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকেরা আজও সকল ১০টা থেকে চন্দ্রা- নবীনগর মহাসড়ক অবরোধ করে রেখেছে। 

এতে করে দুর্ভোগ পড়েছেন ওই মহাসড়ক ব্যবহারকারীরা। 

শ্রমিকরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকদের এক মাসের বেতন বকেয়া রয়েছে। মাস শেষ হয়ে যাচ্ছে তবুও কারখানা কর্তৃপক্ষ বেতন দিচ্ছে না। 

বেতন না পেয়ে আজ রোববার সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকেরা চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর অবস্থান নিয়ে অবরোধ শুরু করে। 

মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী যোনের এসি সুবীর কুমার সাহা জানান, আজও সকাল ১০ থেকে শ্রমিকেরা মহাসড়ক এসে এই অবরোধ শুরু করে।

শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি