ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় স্ত্রীকে হত্যা 

মুজাহিদ প্রিন্স (পটুয়াখালী প্রতিনিধি)

প্রকাশিত : ১৮:৪৩, ৫ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

দ্বিতীয় বিয়ের অনুমতি ও তালাক না দেয়ায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে পাষন্ড স্বামী। রোববার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালী‌র আউলিয়াপুর ইউনিয়নের  বলাইকাঠী গ্রা‌মে এমন ঘটনা ঘটে।

এদিকে হত্যাকান্ডের পর থানায় গিয়ে আত্মসমর্পন করেছেন ঘাতক স্বামী নুর মোহাম্মদ হাওলাদার(৬৫)। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার ক‌রে ময়না তদ‌ন্তের জন‌্য ম‌র্গে প্রেরণ ক‌রেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নূরজাহান বেগমের পুত্রবধু  রো‌জি আক্তার(৩২) ও নুপুর আক্তার (২৫) জানান, দ্বিতীয় বি‌য়ে করা নি‌য়ে নুর মোহাম্মদ ও স্ত্রীর ম‌ধ্যে বি‌রোধ চল‌ছিল। কয়েক দিন আগে তালাক দেয়ার জন‌্য স্ত্রী নূরজাহানকে চাপ প্রয়োগ ক‌রে নুর মোহাম্মদ। এ নি‌য়েতাদের মধ্যে  ঝগড়া ঝা‌টি হলে নূরজাহান ছেলেদের ঘরে চলে যান।

গতকাল শনিবার (৪ জানুয়ারি) রাতে  স্ত্রী নুরজাহান বেগ‌মের কা‌ছে ক্ষমা চেয়ে পুত্র বধু‌দের মধ‌্যস্থতায় তাকে ঘরে ফিরিয়ে নিয়ে যান নুর মোহাম্মদ। পরে রাতে সবাই ঘু‌মি‌য়ে গেলে   স্ত্রী নূরজাহান বেগম‌কে জবাই ক‌রে হত‌্যা ক‌রে পা‌লি‌য়ে যায় নূর মোহাম্মদ। 

এ ঘটনার সুষ্ঠু ‌বিচার দাবী ক‌রেছ স্থানীয়রা ও নিহতের স্বজনরা। নিহত নুরজাহান বেগমের দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ জানান, এই ঘটনায় নিহত নূর মোহাম্মদকে গ্রেফত্র করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি