ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় ম্যাচেও বড় জয় ঢাকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ৮ জানুয়ারি ২০১৯

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। মাহমুদুল্লাহ রিয়াদের খুলনা টাইটান্সকে ১০৫ রানে হারায় সাকিবরা।

ঢাকার আফগান রিক্রুট হযরতউল্লাহ জাজাইয়ের হাফ সেঞ্চুরিতে  ১৯৩ রানের টার্গেট পায় খুলনা। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস।

মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকাকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার হযরতুল্লাহ জাজাই ও সুনিল নারিন। ৬১ রানের উদ্বোধনী জুটিতে খুলনার বোলারদের একরকম শাসনই করেন এই ব্যাটসম্যান। ১৯ রানে নারিন ফিরলেও ফিফটি তুলে নেন জাজাই।

মাঝে সাকিব শুণ্য রানে ফিরলেও রনি তালুকদার ২৮, কিইরন পোলার্ড ২৭ এবং আন্দ্রে রাসেলের ২৫ রানের ইনিংসে ১৯২ রানের পুঁজি পায় ঢাকা।

জয়ের জন্য বড় টার্গেট তাড়া করতে গিয়ে নিয়মিত উইকেট হারাতে থাকে খুলনা। ১ রানেই ফেরেন স্টার্লিং।

একপ্রান্ত আগলে রেখে ৩১ রান করে আশা বাঁচিয়ে রাখেন অভিজ্ঞ জুনায়েদ সিদ্দিকী। কিন্তু অন্যপ্রান্তে শুধুই আসা যাওয়ার মিছিল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় শেষ পর্যন্ত হার মানে রিয়াদের দল। এ নিয়ে টানা দুই ম্যাচ হারলো খুলনা।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি