দ্বিতীয় রাউণ্ডের পথে নাইজেরিয়া
প্রকাশিত : ২৩:২০, ২২ জুন ২০১৮
আইসল্যান্ডের বিপক্ষে জয়ের পর নাইজেরিয়ার খেলোয়াড়দের উল্লাস
এবারের রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় পেল নাইজেরিয়া। প্রতিপক্ষ আইসল্যান্ডকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের পথে একধাপ এগিয়ে থাকলো নাইজেরিয়া।
বাংলাদেশ সময় আজ শুক্রবার রাত ৯টায় মুখোমুখি হয় এই দুই দল। ভোলগোগ্রাদ স্টেডিয়ামের এই খেলার প্রথমার্থ কাটে গোলশূণ্য অবস্থায়। তবে দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটের মাথায় নাইজেরিয়াকে এগিয়ে নেয় ক্রোয়েশিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে দলে ডাক না পাওয়া ফরোয়ার্ডার মুসা। গত ম্যাচের অতৃপ্তি ঘোচাতেই হয়তো দলের জয়সূচক দুইটি গোলই করেন মুসা।
ছবিঃ আইসল্যান্ডের বিপক্ষে জয় নিশ্চিতের পর সেজদা দিচ্ছে নাইজেরিয়ার মুসা।
৭৫ মিনিটে আইসল্যান্ডের গোলরক্ষক হালডারসনকে রীতিমতো ঘোল খাইয়ে দ্বিতীয়বারের মতো গোল করেন আহমেদ মুসা।
ছবিঃ আইসল্যান্ডের প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা তিক্ত হয় নাইজেরিয়ার বিপক্ষে হারের মধ্যে দিয়ে।
তবে গোলের সুযোগ পেয়েছিল আইসল্যান্ডও। অন্তত হারের ব্যবধান কমাতে পারতো হিমির হলগ্রিমসনের শিষ্যরা। ৮১ মিনিটে পাওয়া পেনালটি থেকে ৮৩ মিনিটে গোল করতে ব্যর্থ হন গিলফি সিগার্ডসন। গিলফির নেওয়া ডান পায়ের শট গোল পোস্টের অনেক উপর দিয়ে চলে যায়।
ম্যাচ সেরা নির্বাচিত হন নাইজেরিয়ার আহমেদ মুসা।