ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

দ্বিতীয় রানারআপ হয়ে যা বললেন নোবেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৯, ২৯ জুলাই ২০১৯

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গতকাল রাতে ঘোষণা করা হলো- ভারতীয় টেলিভিশন চ্যানেল জি-বাংলার রিয়েলিটি শো ‌‌‘সারেগামাপা’র বিজয়ীদের নাম। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ আর দ্বিতীয় রানারআপ হয়েছেন প্রীতম ও মাইনুল আহসান নোবেল।

আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর রোববার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নোবেল বলেন, “সা রে গা মা পা আমার জন্য একটা দীর্ঘ জার্নি। এই জার্নিতে আমি অনেক কিছু শিখেছি, জেনেছি; ভক্তসহ সবার ভালোবাসা পেয়েছি। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

নোবেল বলেন, “শুধু বলব, আমরা বাংলাদেশের সবাই একেকটা নোবেল। আমরা দেখিয়ে দিয়েছি। তাই আমরা সবাই চ্যাম্পিয়ন। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে সামনে পথ চলতে চাই।”

‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে পরিচিত পাওয়া এ তরুণ শিল্পী নিজের গায়কী দিয়ে হৃদয় ছুঁয়েছেন ভক্তদের। প্রতিযোগিতায় পরিবেশিত গানগুলো নিয়ে আলোচনার পাদপ্রদীপে থাকা এ শিল্পী রোববার প্রচারিত চূড়ান্ত পর্বে নোবেলের সঙ্গে ‘সেই তুমি’গানে তার সঙ্গে কণ্ঠ মেলান কলকাতার সংগীতশিল্পী অনুপম রায়। এরপর নোবেল পরিবেশন করেন ‘বাংলায় গান গান গাই’ও ‘বাংলাদেশ’।

‘বাংলাদেশ’গানের গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদ অনুষ্ঠানে প্রচারিত একটি ভিডিও বার্তায় নোবেলের জন্য শুভকামনা জানিয়ে বলেন, “বাংলাদেশ থেকে নোবেলের অংশগ্রহণ অবশ্যই ‘সা রে গা মা পা’কে একটা ভিন্নমাত্রা দিয়েছে। বেশ ভালো লাগছে। আমরা যদিও দুই বাংলা বলি, বাংলাটা তো একটাই। নোবেলের জন্য অনেক অনেক শুভেচ্ছা।”

গ্রান্ড ফিনালেতে উপস্থিত ছিলেন নোবেলের বাবা মোস্তাফিজার হোসাইন নান্নু ও তার ব্যান্ড ‘নোবেলম্যান’র সদস্যরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা যীশু সেনগুপ্ত। পুরো আয়োজনে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীকান্ত আচার্য, শান্তনু মৈত্র, কৌশিকী চক্রবর্তী, মোনালী ঠাকুর ও পণ্ডিত তন্ময় বোস।

ভারতের অন্যতম পুরোনো এ রিয়েলিটি শো শুরু হয় ১৯৯৫ সালে। দেশটির জি নেটওয়ার্কের টিভি চ্যানেলের বিভিন্ন টিভি চ্যানেলে আলাদা আলাদা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর মধ্যে গত সেপ্টেম্বরে জি বাংলার প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের নির্বাচিত ৪৮ জন এবারের প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতাটির গ্রুমিংয়ে প্রায় নয় মাসের বেশি সময় কাটিয়ে মাসখানেক আগে দেশে ফিরেছেন নোবেল।

“ইতোমধ্যে টুকটাক ব্যান্ডের কম্পোজিশন শুরু করেছি। দলের সবাই সিনিয়র মিউজিশিয়ান। নিজেদের মতো করে কম্পোজিশন করতে চায়। আশা করি, এখান থেকে ১০টা ভালো গান ছাড়লে মানুষের কাছে পৌঁছাবে।” পাশাপাশি চলচ্চিত্রের গানেও ব্যস্ততা বেড়েছে তার। কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির ‘ভিঞ্চি দা’ চলচ্চিত্রে গান করেছেন; সম্প্রতি বাংলাদেশের ‘শান’ চলচ্চিত্রেও গেয়েছেন। পাশাপাশি বিভিন্ন স্টেজ শো করছেন।

গায়কীতে তিনি আদর্শ মানেন আজম খান, আইয়ুব বাচ্চু, হাসানকে আর গান লেখায় প্রিন্স মাহমুদকে। জিম মরিসন, পিঙ্ক ফ্লয়েড, নির্ভানার গান ভালো লাগে বলে জানান তিনি।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি