ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

দ্বিপাক্ষিক সহযোগিতা কমিশনের বৈঠকে ভারত-লেসেথো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪১, ৬ আগস্ট ২০২৩ | আপডেট: ২৩:৪৪, ৬ আগস্ট ২০২৩

ভারত ও লেসেথোর মধ্যে পঞ্চম যৌথ দ্বিপাক্ষিক সহযোগিতা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভারতের কর্ণাটকে এই বৈঠক হয় বলে এএনআই জানিয়েছে।

বৈঠকে ভারতীয় পক্ষের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পুনীত আর কুন্ডাল। লেসোথোর পক্ষে নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি থাবাং পলিকার্প লেখেলা।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী টুইটে লিখেন, কর্ণাটকের মাসেরুতে আজ (বুধবার) পঞ্চম ভারত-লেসোথো যৌথ দ্বিপাক্ষিক সহযোগিতা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জে এস পুনীত আর কুন্ডাল এবং লেসোথোর ডেপুটি প্রিন্সিপাল সেক্রেটারি থাবাং লেখেলা সভাপতিত্ব করেন।

বৈঠকে উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছে এবং উন্নয়ন অংশীদারিত্ব, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক, কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো, কনস্যুলার এবং সাংস্কৃতিক ইস্যুতে সহযোগিতার পথ নিয়ে আলোচনা করেছে।

সূত্র-এএনআই

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি