ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফটে বাংলাদেশের ৭ ক্রিকেটার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ২ মার্চ ২০২৩

ইংল্যান্ডের জনপ্রিয় ক্রিকেট লিগ দ্য হানড্রেডের প্লেয়ার ড্রাফটের চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের সাত ক্রিকেটার।

সাকিব আল হাসান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তাসকিন আহম্মেদ, আফিফ হোসেন, নাসুম আহম্মেদ ছাড়াও নারীদের ড্রাফটে জায়গা পেয়েছেন পেসার জাহানারা আলম। 

সাকিবের রিজার্ভ প্রাইজ ধরা হয়েছে সোয়া লাখ পাউন্ড বা দেড় কোটি টাকা। লিটন দাস ৭৫ হাজার পাউন্ড ও আফিফ আছেন ৪০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে। 

দ্য হান্ড্রেডের তৃতীয় আসরে ২৮ দেশের মোট ৮৮১ জন ক্রিকেটার নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৬৮ জন বিদেশি খোলোয়াড় আছেন এই ড্রাফটে। 

১০০ বলের এই টুর্নামেন্টটি মাঠে গড়াবে আগস্টে। তবে আগামী ২৩ মার্চ টুর্নামেন্টের ড্রাফট অনুষ্ঠিত হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি