ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

দ্রুততম শতকে সামর্থের জানান দিলেন মুশফিক

আকাশ উজ্জামান, একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ২১ মার্চ ২০২৩

বাংলাদেশের ক্রিকেটে তৃতীয় ব্যাটার হিসেবে ৭ হাজার রান পূর্ন করার দিনেই অনন্য আরেকটা রেকর্ড গড়েন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। দেশের দ্রুততম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডেও নাম লেখান তিনি। ক্যারিয়ারের নবম সেঞ্চুরিতে সামর্থের জানান দিয়েছেন মুশি। বিশ্বকাপের আগে মুশফিকের এমন ফর্মে দেশের ক্রিকেটের জন্য সুবাতাসই বটে।

বয়স ৩৬ ছুঁই ছুঁই। পারফরম্যান্সেও পরেছিলো সেই ছাপ। সবশেষ ইংল্যান্ড সিরিজের আগে চোখে পড়ার মতো কোনো ইনিংস ছিলো না মুশফিকুর রহিমের। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের সাত ম্যাচে তার মোট রান ৮২। যেখানে সর্বোচ্চ স্কোর ২৫। তাই তার দলে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের কারণে বাধ্য হয়েই টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিতে হয় অবসর। ওয়ানডেতেও বাদ পড়ার তালিকায় ঘুরে ফিরেই আসছিল মুশির নাম।

তবে সব ছাপিয়ে আয়ারল্যান্ড সিরিজেই ফিরলেন স্বমহিমায়। সিরিজের প্রথম ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ের পর দ্বিতীয় ম্যাচে করলেন রেকর্ড। দেশের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির মালিক বনে গেলেন মুশি।

হেডকোচ চন্ডিকা হাথুরু সিংহের প্রথম কোচিংয়ে ভালো ছাত্রদের একজনই ছিলেন মুশফিক। ২০১৫ সালের বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে খেলেছিলেনও দারুন। দেশের ক্রিকেটের দুর্দশা কাটাতে আবারও আনা হয়েছে হাথুরুকে। হয়তো স্বর্ণালী দিনেই প্রত্যাবর্তন ঘটাচ্ছেন মুশফিক। দ্রুততম শতকে তারই জানান দিলেন তিনি। 

চলতি বছরের শেষের দিকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এই কন্ডিশনে মুশফিক ফর্মে ফেরায় মিডল অর্ডারের দুশ্চিন্তা কাটতেই পারে দেশের ক্রিকেটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি