দ্রুত ৭ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ
প্রকাশিত : ২০:১১, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:১৭, ২২ ডিসেম্বর ২০১৮
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ছে বাংলাদেশ। এভিন লুইসের প্রথমদিকের টর্নেডোতে ১৯.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯০ রানের বড় সংগ্রহই পায় ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য ১৯১ রানের লক্ষ নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত ১১ ওভার লড়াই করে ৭ উইকেট হারিয়ে ৯৬ রান করেছেন।
উদ্বোধনী জুটিতে নামেন তামিম ইকবাল এবং লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারে তিন রান নিতে গিয়ে রানআউট হন তামিম ইকবাল (৮)। দলীয় ২২ রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর জীবন পান লিটন দাস। তারও আগে নো-বল থেকে ফ্রি-হিটে ক্যাচ তুলে দিয়ে বেঁচে যান লিটন। নো-বল থেকে ফ্রি হিটে জীবন পান তিন নম্বরে নামা সৌম্য সরকারও। চতুর্থ ওভারে আবারো নো-বলে ক্যাচ তুলে দেন লিটন। তবে, নো-বলটি বিতর্কিত হওয়ায় খেলা থমকে দাঁড়ায়। দীর্ঘ আলোচনার পর লিটন আরেকবার বেঁচে যান। ওশানে থমাসের করা সেই ওভারেই আসে ৩০ রান।
পঞ্চম ওভারে পর পর দুই বলে ফ্যাবিয়েন অ্যালেন ফিরিয়ে দেন সৌম্য সরকার (৯) এবং সাকিব আল হাসানকে (০)। ষষ্ঠ ওভারে কেমো পলের বলে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিকুর রহিম (১)। দলীয় ৬৬ রানে বাংলাদেশ হারায় চতুর্থ উইকেট। পাওয়ার প্লের ৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭০/৪। কেমো পলের করা অষ্টম ওভারে বিদায় নেন ৯ বলে দুটি চারে ১১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ। নবম ওভারে আবারো ভুল করেন আম্পায়ার। এলবির আবেদনে লিটন দাসকে আউট ঘোষণা করেন। রিভিউ নিয়ে বেঁচে যান লিটন।
টিআর/